Search
Close this search box.

বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা অন্তর্ভুক্তির চেষ্টা চলছে: আসিফ নজরুল

[post-views]

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লাসহ দেশের আরও নানা প্রত্নতত্ত্ব নিদর্শন অন্তর্ভুক্তির চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকায় ইদ্রাকপুর কেল্লা (দুর্গ) পরিদর্শনে এসে আসিফ নজরুল এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘মুন্সিগঞ্জে যেমন ইদ্রাকপুর কেল্লা রয়েছে। নারায়ণগঞ্জেও এমন আরও দুটি কেল্লা রয়েছে। ইদ্রাকপুর কেল্লা, নারায়ণগঞ্জের দুটি কেল্লা, লালবাগ কেল্লাসহ এ রকম নিদর্শনগুলো আমরা ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। আমরা ভাবছি, এসব প্রত্নস্থানে কী কী সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করব, সেটি করা যাবে না। এ ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। এ জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যেসব প্রত্নতত্ত্ব স্থাপনা রয়েছে, সেগুলো সরেজমিনে দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। তাই শুক্রবার ঠিক করেছি, সারা দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলা ঘুরে দেখব।’

এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খানসহ মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • Trending
  • Comments
  • Latest

উখিয়া উপজেলা

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মিসবাহ উদ্দিন
উপদেষ্টা: আশিকুর রহমান
মোবাইল: +৮৮০১৮৩২৩৪২০৮৯

© উখিয়া টিভি.কম।  ২০২৪

ডেভেলপ করেছেন: ফাস্ট আইটি পয়েন্ট